আল আমিন, নাটোর প্রতিনিধি :
নাটোর লালপুরের আব্দুলপুর সরকারি কলেজ ছাত্রদল কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী শাকিল হোসেনকে সভাপতি করা হয়েছে।
এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে চড়ম অসন্তোষ দেখা দিয়েছে।
আব্দুলপুর কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাকিব হাসান অভিযোগ করেন, শাকিল হোসেন আব্দুলপুর কলেজ ছাত্রলীগের সদস্য ছিলেন। বিগত সময়ে ছাত্রলীগের সব কর্মসূচিতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। তাকে ছাত্রদলের কলেজ সভাপতির মতো পদ দেওয়ায় অবাক হয়েছি। তার বহিষ্কারের দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল সভাপতি শাকিল হোসেন বলেন, পারিবারিকভাবে আমরা বিএনপি করি। বিগত সময়ে ছাত্রলীগের কোনো পদে ছিলাম না আমি। কর্মসূচিতেও ছিলাম না। কলেজের বিভিন্ন কর্মসূচিতে সাধারণ ছাত্র হিসেবে বক্তব্য রেখেছি। আমার প্রতি ঈশ্বর্নিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, কারো বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা পেলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।