Site icon দৈনিক এই বাংলা

আটরশির ওরশের মুনাজাত ২১ ফেব্রুয়ারি

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্বজাকের মঞ্জিলে ওরস ১৮ ফেব্রুয়ারিতে শুরু হয়ে চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার (২৯ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টির নেতা পীরজাদা আলহাজ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদীর নির্দেশে পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী এ তারিখ ঘোষণা করেছেন।চার দিনব্যাপী এ ওরস উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ ভক্তের মিলন মেলা বসবে জাকের মঞ্জিলে।ওরস চলাকালে ওয়াক্তিয়া নামাজের সঙ্গে নফল ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, রাসূলে পাক (সাঃ) ও ওলী আউলিয়াগণের আদর্শের ওপর ওয়াজ অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশ্বওলীর পবিত্র রওজা জিয়ারত ও দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মিলন মেলা শেষ হবে।

প্রতিবছরের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প থাকবে।

 

Exit mobile version