ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্বজাকের মঞ্জিলে ওরস ১৮ ফেব্রুয়ারিতে শুরু হয়ে চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (২৯ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টির নেতা পীরজাদা আলহাজ খাজা মাহফুযুল হক মুজাদ্দেদীর নির্দেশে পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী এ তারিখ ঘোষণা করেছেন।
এছাড়া বিশ্বওলীর পবিত্র রওজা জিয়ারত ও দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ মিলন মেলা শেষ হবে।
প্রতিবছরের মতো হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আলাদা ক্যাম্প থাকবে।