Site icon দৈনিক এই বাংলা

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা খোকনেশ্বর ত্রিপুরা আটক

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরাকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের গাউসিয়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, তার বিরুদ্ধে থানায় কোনো মামলা না থাকলেও পুলিশ তাকে সন্দেহজনক তৎপরতার কারণে তাকে আটক করে। আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো করা হবে।

Exit mobile version