Site icon দৈনিক এই বাংলা

অপারেশন ডেভিল হান্ট: বাঁশখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ বাহারচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনূস মুন্সিকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে বাহারচড়া ইউপি চেয়ারম্যান ইউনূস মুন্সিকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম কায়কোবাদ।

গ্রেপ্তার বাহারচড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনূস মুন্সি বাঁশখালীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে নাগরিক হয়রানিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। গত জুলাই ও আগস্টে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় বাঁশখালী থানা পুলিশ।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইউপি চেয়ারম্যান ইউনূস মুন্সির বিরুদ্ধে বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও পরবর্তীতে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। আমরা বুধবার দুপুরে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকিবে।’#

Exit mobile version