Site icon দৈনিক এই বাংলা

থানা ফটকে টিকটক ভিডিও বানাতে গিয়ে শ্রমিকলীগ নেত্রী শিউলি গ্রেফতার

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রাম থানার মূল ফটকের সামনে টিকটক ভিডিও করা আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিউলি খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং তিনি নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া এলাকার মামুনুর রশীদের স্ত্রী।

জানা গেছে, সোমবার দুপুরে বড়াইগ্রাম থানার মূল ফটকে নাচের একটি টিকটক ভিডিও ধারণ করেন শ্রমিালীগ নেত্রী শিউলি খাতুন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে আপলোড করলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়।এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনার। পরে সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version