Site icon দৈনিক এই বাংলা

ভূল কীটনাশক প্রয়োগে কৃষকের পাঁচ লাখ টাকার বরই(কুল) নষ্ট হবার অভিযোগ

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের গুরুদাসপুরে ভূল কীটনাশক স্প্রে করার ফলে কৃষকের পাঁচ লাখটাকার বরই নষ্ট হবার অভিযোগ উঠেছে আবু সাঈদ নামের এক
কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষক ওই এলাকার কায়মুদ্দিন প্রামানিকের ছেলে।

ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম জানান,‘নিজের বাড়িতে থাকা দুইটি গরুবিক্রি করে দুই বিঘা জমিতে নারিকেল কূল চাষ করেছিলেন। বাগানের বরই গুলো ছোট এবং অপরিষ্কার থাকার কারনে জানুয়ারি মাসের ১০তারিখে ঝাউপাড়া বাজারের ‘মেসার্স উষা এন্টারপ্রাইজ’ এর কীটনাশক বিক্রেতা আবু সাঈদ তাকে কুইক পটাশসহ ৪ প্রকারের কীটনাশক দেয় বরই বাগানে স্প্রে করার জন্য।

বাগানে আবু সাঈদের দেওয়া ওষুধ স্প্রে করার এক মাসের মধ্যেই সকল বরই ঝড়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে। বিক্রি কিংবা খাওয়ার উপযোগী একটি বরই নেই বাগানে। প্রতিটি বরই পঁচন ধরে যাচ্ছে। প্রতিবছর ৪-৫ লাখ টাকার বরই বিক্রি হয় তার বাগান থেকে। এবছরও ৫ লাখ টাকা বিক্রির আশা করেছিলেন তিনি।

কিন্তু এখন কীটনাশক স্প্রে করার ফলে বাগানের সব বড়ই নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে ভুল কীটনাশক বিক্রেতা আবু সাঈদের বিচার দাবি করেন এবং ক্ষতিপূরণও চান।

কীটনশাক বিক্রেতা আবু সাঈদ জানান,‘কৃষক শহিদুলের অভিযোগ সত্য নয়। তার কাছে তিনি কীটনাশক বিক্রি করেছিলেন,তবে ভুল কোন কীটনাশক বিক্রি করা হয়নি। তিনি কোন ক্ষতিপূরণ দিতে পারবেন না।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ বলেন,‘খবর পাওয়ার পর সরেজমিনে একজন অফিসারকে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version