Site icon দৈনিক এই বাংলা

পটুয়াখালীতে শেখ মুজিবের দুটি ম্যুরাল ভাঙচুর, বিক্ষোভে উত্তাল

গোপাল হালদার, পটুয়াখালী:

পটুয়াখালীতে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছে শিক্ষার্থী ও সাধারণ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা পরিষদের সামনে এবং র‍্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে জেলা পরিষদের সামনে হঠাৎ জনসমাগম বাড়তে থাকে। বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ জনগণ একত্রিত হয়ে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে র‍্যাব ক্যাম্পের দিকে এগিয়ে যায় এবং সেখানে স্থাপিত আরেকটি ম্যুরালেও ভাঙচুর চালায়।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, “এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন বহন করে। এগুলো ২৪-এর গণআন্দোলনকে কলুষিত করছে। আমাদের শহরে এসবের কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারী নিপীড়নকে এভাবেই প্রতিহত করা হবে।”

ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার বা আইনি পদক্ষেপের খবর পাওয়া যায়নি।
#

Exit mobile version