Site icon দৈনিক এই বাংলা

নাটোর জেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটি’কে অসঙ্গতিপূর্ণ ঘোষনা করে বিক্ষোভ

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোর জেলা বিএনপির ঘোষিত আহব্বায়ক কমিটি থেকে ত্যাগি এবং সাবেক আহব্বায়ক কমিটির তিনজনকে বাদ দেয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

গত শনিবার কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত নাটোর জেলা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিকে অসঙ্গতিপূর্ণ দাবি করে ৩ জনকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ।

আজ সোমবার দুপুরে নাটোর শহরের হাফরাস্তা নেসকো অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ করেন নেতা-কর্মীরা।

এসময় জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বক্তব্য রাখেন।

এসময় তারা বলেন পূর্ণাঙ্গ কমিটি নিয়ে তাদের বিরোধীতা নেই। নতুন আহবায়ক কমিটির একজন যুগ্ম আহবায়ক ও ২ জন সদস্য ১৭ বছরে বিএনপির কোন কর্মসূচীতে ছিলেন না। তাই তাদের বাদ দেয়ার দাবি করেন তারা।

উল্লেখ্য শনিবার রাতে রহিম নেওয়াজকে আহবায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে জেলা বিএনপির ১৬ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

Exit mobile version