Site icon দৈনিক এই বাংলা

পটুয়াখালীতে আওয়ামী লীগ নেতা পেলেন শহীদ জিয়া স্মৃতি সম্মাননা

গোপাল হালদার, পটুয়াখালী:

পটুয়াখালী পৌর আওয়ামীলীগের ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলালকে জিয়া সাংস্কৃতিক জোট এর পক্ষ থেকে শহীদ জিয়া স্মৃতি সন্মাননা-২০২৪ প্রদান করা হয়েছে।

সম্প্রতি এ সংশ্লিষ্ট একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা নিয়ে বিএনপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে পটুয়াখালী জেলা বিএনপিকে দায়ী করছে কেউ কেউ। তবে জেলা বিএনপি এ বিষয়ে অবগত নয় বলে জানানো হয়েছে।

পটুয়াখালী পৌর বিএনপি সাবেক নেতা শহিদুল ইসলাম তার ফেইবুকে লিখেছেন ‘পটুয়াখালী পৌর আওয়ামিলীগ এর ৫নং ওয়াডের সেক্রেটারি এবং সাবেক কাউন্সিলর মোঃ আলাল গাজী। শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশন এর সম্মাননা ক্রেস্ট-২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের হাত ধরে কি করে পটুয়াখালী আওয়ামী লীগ নেতার হাতে আসলো, তা পটুয়াখালী জেলা বিএনপি পরিবার জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানতে চায়।’ শহিদুল ইসলাম তার ফেইসবুক পোষ্টে আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডে আলাউদ্দিন আলাল এর অংশ নেয় বেশ কিছু ছবিও আপলোড করেছেন।

এদিকে ছাত্রদল নেতা রাকিবুল হাসান তার ফেইসবুক পোস্টে লিখিছেন ‘৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই আলাউদ্দিন আলাল একটি আতঙ্কের নাম, কিভাবে পটুয়াখালী জেলা বিএনপির সুপারিশে এই সম্মাননা পুরস্কার পায়, জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন একজন বিএনপি’র সাধারণ কর্মী হিসেবে….
তার এই সম্মাননা পুরস্কার অতি দ্রুত ফিরিয়ে নেওয়ার দাবী জানাচ্ছি..
এর জন্য সুপারিশ কারীদের বিচারের দাবি জানাচ্ছি!!’

অপরদিকে আলাল এর এই সন্মাননা নিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীরাও ফেইসবুকে বিভিন্ন ইঙ্গিত পূর্ন পোষ্ট করছেন। আওয়ামীলীগ নেতা জিএম দুলাল তার ফেইসবুকে লিখেছেন ‘ধন্যবাদ জেলা বিএনপিকে, ধন্যবাদ দ্রæত রং পাল্টানো গিরগিটিকে হার মানানো আলালকে। জিএম দুলাল তার লেখার সাথে আলাল এর ক্রেস্ট সহ ছবিও পোষ্ট করেছেন।

পটুয়াখালী-১ আসন এর আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মরহুম শাহজাহান মিয়ার মেঝ পুত্র পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তারিকুজ্জামান মনি তার মরহুম পিতার একটি ছবি পোষ্ট করে লিখেছেন ‘বাবা’। কেন্দ্রীয় আওয়ামীলীগ অফিসে তোলা সেই ছবিতে শাহজাহান মিয়ার পেছনে আলাল কে দড়ানো অবস্থায় দেখা গেছে।

তবে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নাংশু সরকার কুট্টি বলেন, ‘আমি ফেইসবুকে ছবি দেখেছি। কে বা কারা দিয়েছে তা জানি না। তবে আমি খোঁজ খবর নিয়ে দেখি তার পর এ নিয়ে কথা বলবো।

এবিষয় জানতে আলাউদ্দিন আলাল এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করেও তিনি ফোন রিসিভ করেন নি।
#

Exit mobile version