Site icon দৈনিক এই বাংলা

পটিয়ায় সড়ক উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাগজী পাড়া (আরএইচডি)- লালারহাট জিসি- চৌধুরী ঘাট সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সড়কের কাজ সম্পাদনে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং অতিরিক্ত খরচ দেখিয়ে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে।

বুধবার বিকেলে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে উপজেলা স্থানীয় জনগণের পক্ষ থেকে উপজেলা প্রকৌশল দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহমদ হোসেন নামে এক ব্যাক্তি।

অভিযোগ সূত্রে জানা গেছে, এই কাজটি পটিয়ার সাবেক বিতর্কিত হুইপ ও এমপি সামশুল হক চৌধুরীর ভাগিনা লোকমান খান চৌধুরী ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়েছেন। প্রথমবারের টেন্ডারে সর্বনিম্ন দরদাতা হওয়ার পরও কাজটি তাকে দেওয়া হয়নি। পরবর্তীতে পুনঃটেন্ডারে আরও বেশি মূল্যে কাজটি তার অনুকূলে বরাদ্দ হয়।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে যে, কাজের জন্য নিম্নমানের রড, সিমেন্ট, খোয়া, পাথর এবং বিটুমিন ব্যবহার করা হচ্ছে। টেস্ট রিপোর্টে এক ধরনের উপকরণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে ভিন্ন মানের উপকরণ ব্যবহার হচ্ছে। সাব-বেইজে বালির পরিমাণ খোয়ার চেয়ে বেশি এবং বিটুমিন রাতের অন্ধকারে অস্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে।

এছাড়া, সড়ক নির্মাণের কাজ চলাকালীন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় এসব অনিয়ম চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার। তারা চলমান কাজ ও বিল স্থগিত করে অনিয়ম ও দুর্নীতি তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল জানান, একটি অভিযোগ পেয়েছি। এই বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের অবিহিত করা হবে।#

Exit mobile version