আল আমিন, নাটোর প্রতিনিধি :
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে নাটোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রীতি কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে শহরের হ্যালিপ্যাড মাঠে ইউনিয়ন একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে এই প্রীতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উত্তেজনাপূর্ণ ম্যাচে পৌরসভা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউনিয়ন একাদশ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন।এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে মেডেল ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি।