Site icon দৈনিক এই বাংলা

নাটোরের বড়াইগ্রামে লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে ২০ তম লালন স্মরণ উৎসব ও কৃতি শিষ্য স্বীকৃতি প্রদান অনুষ্ঠিত হয়েছে।উপজেলার রূপরেখা লালন একাডেমির উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বনপাড়া কলেজ চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপরেখা লালন একাডেমির সভাপতি সরদার সুলতান আহামেদ ও সঞ্চালনা করেন মো. ফিরোজ মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক অধ্যাপক আব্দুল আলিম ও আব্দুস সালাম মোল্লা, বাড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম প্রামানিক।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি), বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে লালন সঙ্গীত গেয়ে বনপাড়া পৌরবাসীকে মাতিয়েছেন শিল্পী সরদার সুলতান আহামেদ, সেলিনা ভান্ডারী, শুভ্র ক্ষ্যাপা, এস.এম আলাউদ্দিন, জেরিন, কাকলি প্রিয়া প্রমুখ।

পরে রূপরেখা লালন একাডেমির কৃতি শিষ্যদের মাঝে সন্মাননা পুরষ্কার ও ক্রেষ্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

Exit mobile version