Site icon দৈনিক এই বাংলা

নাটোরের নলডাঙ্গা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া রিয়াদ ফিরে পেল পরিবার

আল আমিন, নাটোর প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার নিজ এলাকা থেকে ক’দিন আগে নিখোঁজ হওয়া রিয়াদ (১০) কে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে নলডাঙ্গা থানা পুলিশ ।

গতকাল বৃহস্পতিবার শিশুটিকে তার পরিবারের কাছে তুলে দেয় নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।

শিশু রিয়াদ চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর বারুইপাড়ার ইকবাল হোসেনের ছেলে।

এর আগে নলডাঙ্গা উপজেলার সরদার পাড়ার রেখা নামের এক মহিলা খুঁজে পায় শিশু রিয়াদকে। তারপর নলডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের ব্যবসা প্রতিষ্টানে শিশুটিকে নিয়ে আসা হয়। সেখান থেকে সেনচুরি এগ্রো লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার জাহিদ হোসেন ও সাংবাদিক মেহেদী হাসান বাবু এবং সাংবাদিক ও পরিবেশকর্মী ফজলে রাব্বীর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ভাবে প্রচারনা চালানো হয়। তার পরেই শিশু রিয়াদের সন্ধান পায় পরিবারটি।

রিয়াদের পিতা ইকবাল হোসেন জানান, হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি। আজ আমাদের সন্তানকে ফিরে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেই সাথে ধন্যবাদ নলডাঙ্গা থানা পুলিশসহ সহযোগী সকলকে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজুর রহমান বলেন,শিশু রিয়াদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। শিশুটিকে তার পিতা ইকবাল হোসেন ও তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version