Site icon দৈনিক এই বাংলা

সিংড়ায় পারিবারিক কলোহের জেরে মারপিটে গৃহবধূর মৃত্যু-স্বামী ও ছেলে আটক

আল আমিন, নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় পারিবারিক কলোহের জেরে স্বামী ও ছেলের মারপিটে পারভিন বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারভিন বেগম একই এলাকার আব্দুল মালেকের স্ত্রী। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক ও স্থানীয়রা জানান, গৃহবধু পারভিন বেগমের কর্মকান্ড ও চলাফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলোহ লেগেই থাকতো স্বামী আব্দুল মালেক ও ছেলে পারভেজ হোসেনের সাথে। এ নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ সহ হাতাহতির ঘটনাও ঘটতো। এরই জের ধরে আজ দুপুরেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে গৃহবধু পারভিনের স্বামী আব্দুল মালেক ও ছেলে পারভেজ হোসেন ক্ষিপ্ত হয়ে এলোপাথারী মারপিট করতে শুরু করে পারভীনকে। মারপিটের এক পর্যায়ে পারভিন বেগম ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধুর মরদেহটি উদ্ধার সহ নিহতের স্বামী ও ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারনা গৃহবধুর পরকিয়া সম্পর্কের জের ধরে তাদের মধ্যে কলোহ চলছিল আর সেই কারনেই এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।

Exit mobile version