Site icon দৈনিক এই বাংলা

এলজিইডির ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী অবৈধ আয়ে পাবনায় আলীশান বাড়ী

নাসরিন আক্তার: এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (ল্যাব), মো. জহুরুল ইনলামের পাবনা শহরে আলীশান বাড়ীসহ কয়েক কোটি টাকা জমির মালিক হয়েছেন বলে অনুসন্ধানে জানা যায়। 
১০ম গ্রেডের বেতনক্রম ১৬,০০০-৩৫,৬৮০/- এলজিইডি, পাবনা নির্বাহী প্রকৌশলীর সহযোগীতায় উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম (ল্যাব এ্যসিস্ট্যান্ট) ঘুষ বানিজ্যে বেগরোয় হয়ে উঠেছেন।
তিনি দীর্ঘ সময় একই ষ্টেশনে ল্যাব এ্যসিস্ট্যান্ট এর চাকুরীর সুবাদে ঠিকাদারদের নিকট থেকে ল্যাব টেষ্টের নামে অনৈতিক সুবিধা নিয়ে পাবনা শহরে আলীশান বাড়ীসহ কয়েক কোটি টাকা জমির কিনেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রসংগত উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম ইতিমধ্যে সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে সাথিয়া যোগদান করেছেন কিন্তু নিজ স্বার্থের কারণে নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম তাকে রিলিজ দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জন্য সংশ্লিষ্টরা দাবী তুলেছেন। উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম (ল্যাব এ্যসিস্ট্যান্ট) এর আলীশান বাড়ী।
Exit mobile version