Site icon দৈনিক এই বাংলা

ফার্মাসিস্টের ডাক্তার দাবী সংবাদ প্রকাশের পর ব্যবস্হা নিলেন সিভিল সার্জন

গাজীপুর প্রতিনিধিঃ গাজিপুর শ্রীপুর উপজেলা রাজেন্দ্রপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট নাজমুলের ডাক্তার পরিচয়ে রোগী দেখাকে কেন্দ্র সম্প্রতি কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তদন্ত করে এর সত্যতা পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন গাজিপুর জেলার সিভিল সার্জন।

নিয়ম বহির্ভূতভাবে ফার্মাসিস্ট নাজমূল নিজের ফার্মাসিস্ট পরিচয় আড়াল করে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার কাজ চালিয়ে যাচ্ছিল দীর্ঘ দিন ধরে। এ কাজে তাকে মদদ জুগিয়েছে নাজমুলের জেলার স্বাস্থ্য বিভাগের একটি মহল। তার রোগী দেখার বিষয়ে সিভিল সার্জনের অফিস থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় ৩০শে ডিসেম্বর। সিভিল সার্জনের নির্দেশ উপেক্ষা করে গোপনে পুনরায় রোগী দেখতে শুরু করে তিনি । নিষেধাজ্ঞা উপেক্ষা করে রোগী দেখার বিষয়ে বক্তব্য চাইলে বিষয়টি হাল্কা ভাবে নেন, যেন কিছুই হয় নি। তিনি বলেন সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা এবং স্থানীয় কিছু সাংবাদিক আমার সাপোর্টে আছে তাই রোগী দেখতে বসেছি। এরাই আমাকে সাপোর্ট দিবে।

স্থানীয় অনেককে তিনি বলেছেন, সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন ম্যানেজ করছি। সাংবাদিকের প্রকাশিত সংবাদ আমার কিছুই হবেনা।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রণয় বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সকল দায়িত্ব সিভিল সার্জনের।

ফার্মাসিস্ট নাজমুলের রোগী দেখার বিষয়ে তদন্ত করে তাকে সিভিল সার্জনের কার্যালয়ে ডাকা হয় ও রোগী দেখতে সম্পূর্নভাবে নিষেধ করেন। নাজমুল বিষয়টি কর্ণপাত না করার কারনে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমানের ভিত্তিতে ৫ জানুয়ারি তাকে সিভিল সার্জন রাজেন্দ্রপুর সরকারি হাসপাতাল থেকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।

 

Exit mobile version