সানাউল্লাহ রেজা শাদ, বরগুনা:
গনমাধ্যম কর্মীদের তথ্য অনুযায়ী মঙ্গলবার ( ৭ জানুয়ারী) সকাল সাড়ে এগারোটার দিকে অবৈধ কয়লা চুল্লী ধ্বংসে অভিযানে নামে পাথরঘাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বরগুনা। অভিযানে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে ৪ টি কয়লা চুল্লী ধ্বংস করা হয় এবং চুল্লীর মালিক ফজলুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব চুল্লী পরিচালনায় বনের গাছ ধ্বংস হওয়ার পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে শিশু, বৃদ্ধসহ অন্তঃসত্ত্বা নারী। অবৈধ চুল্লী ধ্বংস করায় খুশি গ্রামবাসী।
সপ্তাহে একেকটি চুল্লীতে পোড়ানো হয় ২০০-৩০০ মণ গাছ। এতে বনভূমি উজাড় হওয়ার পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য। তাই, পরিবেশ দূষণকারী এসব চুল্লী ও অবৈধ ইটভাটা বন্ধের দাবী জানান সচেতন মহল।
এখন টিভির প্রতিবেদক জানান, পেশাগত কাজে বেড়িয়ে আমরা বিষখালী নদীর তীরে এধরনের চুল্লি দেখতে পাই যা পরিবেশের জন্য ক্ষতিকর। বিষয়টি আমরা সাথে সাথেই পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ও বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকে জানাই । তারা এবং পাথরঘাটা উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) পাথরঘাটা এমাদুল হোসেন জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছাই। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের আইন ১৯৯৫ অনুযায়ী ১লক্ষ টাকা জরিমানা এবং পাথরঘাটা ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী ভেঙে ফেলা হয়েছে । অবৈধ কয়লা চুল্লী ও অবৈধ ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।