Site icon দৈনিক এই বাংলা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আল আমিন,নাটোর প্রতিনিধি :

“নেই পাশে কেউ যার,
সমাজসেবা আছে তার”এই প্রতিবাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয় হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহিন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোস্তাফিজুর রহমান, এনজিও কর্মী শামিমা লাইজু নীলা সহ সরকারি কর্মকর্তা ও এনজিও কর্মীরা।

Exit mobile version