Site icon দৈনিক এই বাংলা

বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে কাতারের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

::: নিউজ ডেস্ক :::

জ্বালানি, অবকাঠামো, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাত শিল্পসহ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগে কাতারের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ ও কাতারের একটি যৌথ একটি কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার দোহার সেন্ট রেজিস হোটেলে কাতারের ব্যবসায়ীদের সঙ্গে ‘দ্য রাইজ অফ বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অফ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘যৌথ ব্যবসায়িক ফোরাম প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও কাতারের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারত্বের জন্য একক প্লাটফর্মে আনতে হবে।

পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারত্বের ভিত্তিতে আমাদের সম্পর্ককে পুনঃস্থাপন করতে হবে।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কাতারের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি কাতারে বসবাসরত অনাবাসী বাংলাদেশিদেরকে দেশে বিনিয়োগ এবং জাতি গঠন প্রচেষ্টায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সরকার প্রধান বলেন, ‘আমরা আমাদের অবকাঠামো এবং লজিস্টিক খাত বিনিয়োগের জন্য উন্মুক্ত রেখেছি। নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে কাতারি বিনিয়োগের সুযোগ রয়েছে। সমুদ্রে গ্যাস অনুসন্ধান ও জ্বালানি বিতরণে কাতারের দক্ষতা থেকে আমরা লাভবান হতে পারি। আমরা তিনটি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠা করছি, যেখানে রিয়েল এস্টেট ও সেবা সেক্টরে কাতার সম্পৃক্ত হতে পারে।’

Exit mobile version