কুমিল্লা ব্যুরো চীফ:
৩০ ডিসেম্বর রবিবার কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড় কুমিল্লা ঝাগুরযুলী ”হোটেল ভিশন” সিলগালা করে দিয়েছে। হোটেলটিতে অনৈতিক কর্মকান্ড পরিচালনা করার কারণে হোটেলটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা গেছে, হোটেল ভিশনের বিরুদ্ধে অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে এটি অবৈধভাবে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। পুরো হোটেলটিতে চলা অসামাজিক কর্মকান্ড স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট তানজিলা জাহান ও জেলা প্রশাসন কুমিল্লা রতন কুমার নেতৃত্বে তারা হোটেলটি অভিজান চালিয়ে আট জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয় জন নারী ও দুই জন পুরুষ। তাদের আটক করে ২০ দিন ও এ ১ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ৬ নারীকে বিশ দিন করে এবং দুই পুরুষকে ১ মাসের সাজা প্রদান করা হয়।
কুমিল্লার জেলা প্রশাসক রতন কুমার বলেন, “হোটেল ভিশন সম্পর্কে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল, কিন্তু স্থানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। আজকের অভিযানে প্রমাণিত হয়েছে যে, এই হোটেলটি এলাকাবাসীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে উপস্থিত সকল কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
হোটেল ভিশন বন্ধ করার পর স্থানীয় বাসিন্দারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই ধরনের অভিযান কুমিল্লার সমাজে নিরাপত্তা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে। এক স্থানীয় বাসিন্দা আরো বলেন, “এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এলাকার জন্য বিপজ্জনক ছিল। আমরা আশা করি প্রশাসন এই ধরনের আরও অভিযান চালাবে, যাতে আমাদের এলাকার পরিবেশ পরিষ্কার ও নিরাপদ থাকে।”