Site icon দৈনিক এই বাংলা

ভোলায় জোবায়ের পন্থী তাবলীগের সমাবেশে আমার দেশ প্রতিনিধির উপর হামলা, গুরুতর আহত

ভোলা প্রতিনিধিঃ ভোলা শহরে তাবলীগ জামায়াতের জোবায়ের পন্থীদের সাদপন্থী বিরোধী সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় সেচ্ছাসেবীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ। আশঙ্কাজন আবস্থায় তাকে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকা পাঠানো হয়েছে ।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা সদরের বরিশাল দালানের সামনে স্বেচ্ছাসেবীদের হামলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষ দর্শীরা জানায়, তাবলীগ জামায়াতের ঢাকার টঙ্গীতে হত্যাকান্ডের ঘটনায় সাদ গ্রুপকে নিষিদ্ধ করা ও হত্যার বিচার দাবীতে সকাল থেকে ভোলার সদর রোড অবরুদ্ধ করে সমাবেশ করছিলো ভোলার জোবায়ের সমর্থিতরা। এ সময় বরিশাল দালানের সামনে ফুটপাতে কতিপয় নারী পথচারী আটকা পড়লে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ সমাবেশের দায়িত্বে থাকা সেচ্ছাসেবকদের মহিলা পথচারীদের পথ ছেড়ে দেয়ার অনুরোধ জানায়।

এ সময় সেচ্ছাসেবীরা পথচারীদের পথ ছাড়তে রাজি না হয়ে বাক-বিতন্ডা করে। এ সময় রিয়াজ নামের এক স্বেচ্ছাসেবক হঠাৎ এই সাংবাদিকের মাথায় বাঁশের লাঠি আঘাত করে। আঘাতের ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। সহযোগী সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন । তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন আহমেদ পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

“দৈনিক আমার দেশ” এর জেলা প্রতিনিধি ইউনুছ শরীফের উপর জোবায়ের পন্থীদের হামলার ঘটনায় প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিবাদ সভায় সাংবাদিক ইউনুছ শরীফের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং ঘটনার মূলহোতা রিয়াজসহ সকলকে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

তারা বলেছেন, অপরাধীকে আইনের আওতায় না আনা পর্যন্ত তাবলীগ জামাত জোবায়ের পন্থীদের সকল সংবাদ প্রচার করা থেকে বিরত থাকবে।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, দৈনিক কালবেলার ভোলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদ রহমান, বাসস এর ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, সাপ্তাহিক পূর্বাহার সম্পাদক হাসান মাহমুদ, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, ইসলামিক টিভির প্রতিনিধি সোলাইমান হোসেন, একুশে টিভির প্রতিনিধি মেজবা উদ্দিন শিপু, ডিবিসি টেলিভিশনের ভোলা প্রতিনিধি এইচ এম জাকির,দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এইচ এম নাহিদ , দৈনিক ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজীব, চ্যানেল২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, মাই টিভির প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দৈনিক দেশকালের ভোলা প্রতিনিধি জামাল উদ্দিন, দৈইলি সান এর প্রতিনিধি বশির আহমেদ, ভোলা জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহীন কাদের, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, দৈনিক আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি ফরহাদ হোসেন, গ্লোবাল টিভির প্রতিনিধি অনিক আহমেদ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবদুর রহমান হেলাল, কালবেলার সদর প্রতিনিধি জাকির হোসেন নাহিদ, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি এইচ আর সুমন, ভোলা জার্নালিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার জিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম সজীব, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি অনন্ত মাসুদ, হারুনুর রশীদ শিমুল, আশিকুর রহমান শান্ত, রিয়াজ হোসেন শান্ত, দাউদ ইব্রাহিম, এসিডি অর্জুন , হামজা, ভোলা প্রকাশের হাসনাইন আহমেদ, আরিফ, রাফজান জানি প্রমুখ।

 

 

Exit mobile version