Site icon দৈনিক এই বাংলা

শীতে খাগড়াছড়িতে পর্যটকদের ভিড়

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি:

এই শীতের খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সমাগম। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গসহ সবখানেই এখন পর্যটকদের ভিড়। যাতায়াতের সুবিধার কারণে সাজেকে যাচ্ছেন অনেক পর্যটক। এরইমধ্যে প্রায় হোটেল, কটেজ বুকিং হয়ে হয়েছে। পর্যটক সমাগম এই ভাবে থাকলে শীত মৌসুমে ভালো আয়ের সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা।

পাহাড়, অরণ্য ও সমতল ভূমি মিলে অপরূপ সৌন্দর্যের জেলা খাগড়াছড়ি। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য ঘেরা এ জেলায় পর্যটন মৌসুমে মাসে ভ্রমণে আসে ৪০ থেকে ৫০ হাজার এর অধিক পর্যটক।

ভ্রমণ উপযোগী শীতের শুরুতে আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরণাসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভীড় করছেন পর্যকরা। একই অবস্থা সাজেকের রুইলুই ও কংলাক পর্যটন কেন্দ্রে। এছাড়া প্রতিদিনই শত শত পর্যটক যাচ্ছেন সাজেক ভ্রমণে।

পাহাড়ে ঘুরতে আসা এক দর্শনার্থী বলেন, ‘পাহাড়ের সৌন্দর্য মুগ্ধ করে। শীতের সময় পাহাড়ে বেড়ানোর ভালো সময়। খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝরনা, ঝুলন্ত ব্রিজে ঘুরে বেড়িয়েছি। খাগড়াছড়ি ঘুরে সাজেক যাব। এখানকার সৌন্দর্যে মুগ্ধ।’

পর্যটকদের ভিড় বাড়ায় চাপ বেড়েছে রিসোর্ট কটেজগুলোতে। চলছে আগাম বুকিং। শীতের এ মৌসুমে পর্যটক সমাগম থাকবে বলে আশা সংশ্লিষ্টদের।

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা বলেন, ‘শীতের শুরুতে আমাদের এখানে প্রচুর পর্যটক আসছে।এখানে ঝুলন্ত ব্রিজ,নন্দন পার্ক,ভিউ পয়েন্টসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এখানে নিরাপত্তার কোন সংকট নেই।’

পর্যটকদের থাকা-খাওয়ায় কোনো সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকদের সমাগম আরো বাড়লে অতীতের লোকসান কাটিয়ে নেয়া সম্ভব বলছেন ব্যবসায়ীরা।

খাগড়াছড়ির আবাসিক হোটেল ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি স্বপন চন্দ্র দেবনাথ বলেন, ‘পর্যটক আসলে এখানে বিভিন্ন সেক্টরের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে।আমরা পর্যটকদের বরণে সবধরনের প্রস্তুতি নিয়েছি।’

আঞ্চলিক সমস্যাসহ নানান কারণে মাঝেমধ্যে বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি পর্যটন স্পটগুলো। পর্যটনকেন্দ্রীক সব বিধিনিষেধ প্রত্যাহার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বেড়েছে পর্যটক সমাগম।

 

Exit mobile version