Site icon দৈনিক এই বাংলা

নাটোরের নলডাঙ্গায় শিক্ষক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :

“প্রজন্ম জানুক শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে “শিক্ষকদের সম্মানে” প্রিয় শিক্ষক সম্মেলনে ২০২৪ অনুষ্টিত হয়েছে।

নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে এই ব্যতিক্রমী অনুষ্টানের আয়োজন করা হয়েছে ।

অনুষ্ঠানে সাবেক ১৭ জন ও বর্তমান ১৪ জন শিক্ষককে ক্রেস্ট,চাদর ও উত্তরীয় পরিয়ে দেন সাবেক ছাত্ররা।

উপজেলা নির্বাহী অফিসার রিজুয়ানুল হালিমের সভাপতিত্তে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুস সাত্তার সুমনের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,বর্তমান ও সাবেক মিলিয়ে তিন থেকে চার হাজার শিক্ষার্থী।

এই আয়োজনের মূল লক্ষ্য হল শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা। এই অনুষ্ঠানটি দেশের সাধারণ মানুষের জন্য একটি নতুন উদাহরণ হয়ে উঠবে বলেই মনে করছে আয়োজকরা। শিক্ষকের শ্রম,সাধনা ও ত্যাগের মূল্যায়নে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

ব্রহ্মপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গর্বের সঙ্গে বলছেন, তারা এই প্রতিষ্ঠানেই শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করেছেন। তাদের এই উদ্যোগ শিক্ষকের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং শিক্ষামূলক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্টানে শিক্ষকরা তাদের অতীতে কাটানো সময় স্মৃতিচারন করেন।

Exit mobile version