Site icon দৈনিক এই বাংলা

নাটোরে জুবায়ের পন্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আল আমিন,নাটোর প্রতিনিধি :

নাটোরে জুবায়ের পন্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর নাটোর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থি ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন নিহত সহ বহু মুসল্লী আহত হন। এরই প্রতিবাদে আজ এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেন নাটোর জেলা মুবাল্লীগে দ্বীন ও সর্বস্তরের ওলামায়ে কেরাম।

সমাবেশে বক্তারা সন্ত্রাসী, খুনি, ওয়াসিফ গংদের ফাঁসি ও তাদের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রকিব, মাওলানা হাফিজুর রহমান, কারী মকবুল প্রমুখ।

বক্তারা বলেন যদি এই সন্ত্রাসীদের সংগঠনকে নিষিদ্ধ না করা হয় এবং খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Exit mobile version