Site icon দৈনিক এই বাংলা

মীরসরাইয়ে অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতার ভাইভা সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাই মাধ্যমিকের আইডল অন্বেষণ প্রতিযোগিতা অদম্য সেরাদের সেরা সিজন-৬ এর ভাইভা অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৬৮ জন প্রতিযোগীর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন প্রতিযোগী ভাইভাতে অংশগ্রহণ করে।

শনিবার উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে তিন ঘন্টাব্যাপী প্রতিযোগিতার ভাইভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মীরসরাই উপজেলা আহবায়ক ও সমাজসেবক শাহীদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যকে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ মেধা-মননের বাংলাদেশে রুপান্তর হবে। শিক্ষার্থীদের জন্য এই ধরনের ব্যতিক্রমী আয়োজন খুবই কার্যকরী। এখানে উপজেলার মাধ্যমিকের সেরা শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এরাই একদিন রাষ্ট্র পরিচালনায় জাতীয়ভাবে অবদান রাখবে। তাই তাদেরকে শিক্ষায়, মেধা ও মননে দেশ জাতির সঠিক ইতিহাস জানার ক্ষেত্রে আরো পরিপক্ব হতে হবে।

পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জুর আলম ভূঁইয়ার তত্বাবধানে এই দিন পরীক্ষকের দায়িত্ব পালন করেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামসেদ আলম, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী শিক্ষক (ইংরেজী) টুম্পা মনি রায়, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হাসান ও অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজিদ, সম্পাদক নাজমুল হোসেন, অর্থ সম্পাদক জোবাইদুল, প্রচার সম্পাদক তারিফ হোসেন, সহ প্রচার সম্পাদক আবিদ হোসেন, দপ্তর সম্পাদক শাহেদুল ইসলাম, সদস্য শাওন নিশান ও রনি প্রমুখ।

Exit mobile version