Site icon দৈনিক এই বাংলা

ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন চায়না বিএনপিও – মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ::

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন করতে নূন্যতম যে সংস্কারের প্রয়োজন সেই সংস্কার ছাড়া জাতীয়  নির্বাচন চায় না বিএনপিও। বৃহস্পতিবার ১২ দিনের যুক্তরাজ্য সফর থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সাংবাদিকেরা মির্জা ফখরুলের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চান। জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা, প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হওয়ার পর দেশে ফিরবেন।

যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তাদের সভায় যোগ দিয়েছি। সেখানে গণমাধ্যমের সঙ্গেও আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।’

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সস্ত্রীক যুক্তরাজ্যে যান বিএনপি মহাসচিব। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। কয়েকটি দলীয় কর্মসূচিতেও অংশ নেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে বিএনপিসহ সব বিরোধীদল সমর্থন দিচ্ছে। নতুন সরকার গঠনের পর দেশের বিদ্যমান পরিস্থিতিসহ আগামী নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রস্তুতির মধ্যে লন্ডনে সফরে যান বিএনপি মহাসচিব।

দলের একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, বিএনপি মহাসচিব দেশে ফেরার পর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেভাবেই সব প্রস্তুতি নেয়া হচ্ছে। এরইমধ্যে বিএনপি চেয়ারপারসনের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সৌদি আরবের ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে।

Exit mobile version