Site icon দৈনিক এই বাংলা

বরগুনা সরকারি কলেজে দু’দিন ব্যাপী তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত।

সানাউল্লাহ রেজা শাদ বরগুনা:

” নেতৃত্ব, সেবা ও আত্ম উন্নয়নে রোভারিং “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে কলেজ মাঠে ১১ ও ১২ ডিসেম্বর দু’দিন ব্যাপী ৪৮ তম বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
৩০ জন নবাগত সদস্য সহ মোট ৪৮ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

দুদিন ব্যাপী ক্যাম্পে এগারো ডিসেম্বর সকাল ৯ টায় দীক্ষা অনুষ্ঠানটি উদ্ভাধন করেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ. মোঃ মতিউর রহমান।

এই ক্যাম্পে তাবু বাস, শরীর চর্চা, হাইকিং , ক্যাম্প ফায়ার,সাংস্কৃতি অনুষ্ঠান ,স্কাউট ওন ও সর্বশেষ ১২ ডিসেম্বর ১২ জন গার্ল ইন ও ১৮ জন ছেলে নবাগত রোভার দীক্ষা , ১৬ জন কে প্রশিক্ষণ ও ১ জন কে সেবা স্তরের দক্ষতা ব্যাজ পরিয়ে দেন বরগুনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ আহসান হাবীব।

বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা রোভারের সাবেক সম্পাদক তারিক বিন আনসারী সুমন, বরগুনা সরকারি কলেজ ইংরেজি বিভাগের প্রফেসর মোসাঃ খালেদা আক্তার, ইতিহাস বিভাগের প্রফেসর মোঃ গোলাম মাওলা, রসায়ন বিভাগের প্রফেসর মোঃ হাফিজুর রহমান।

উল্লেখ্য, রোভার স্কাউট স্কাউট আন্দোলনের শাখা। এ শাখা খোলা হয় ১৯১৮ সালে ১৭-২৫ বছর বয়সী যুবকদের নিয়ে। ইংল্যান্ডের লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি) ১৯০৭ সালে ১১-১৭ বছর বয়সী ২১ জন বালক নিয়ে ইংল্যান্ডের ব্রাউনসী দ্বীপে ক্যাম্প অনুষ্ঠানের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন। স্কাউটিংয়ের মূলমন্ত্র এবং প্রশিক্ষণের নীতিমালা তুলে ধরে ব্যাডেন পাওয়েল ১৯০৮ সালে স্কাউটিং ফর বয়েজ নামে বই প্রকাশ করেন। বইটি তাৎক্ষণিকভাবে বালকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ফলশ্রুতিতে, ১৯০৯ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে স্কাউটিং ছড়িয়ে পড়ে। মেয়েরাও এগিয়ে এলে ব্যাডেন পাওয়েল ১৯১০ সালে শুরু করেন গার্লস গাইড।

Exit mobile version