Site icon দৈনিক এই বাংলা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নাটোরে দুদিন ব্যাপী তথ্য মেলার আয়োজন

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি টিআইবি নাটোরের উদ্যোগে দু-দিনব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়েছে।

আজ বেলা ১১ টায় শহরের কানাইখালি স্টেডিয়াম মাঠে তথ্য মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন।

সচেতন নাগরিক কমিটি নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ,দুর্নীতি দমন প্রতিরোধ (সজিকার) রাজশাহীর সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির নাটোর শাখার সহ-সভাপতি শিবলি সাদী । দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য র‌্যালী নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে মেলায় অংশগ্রহণকারী সকল স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক।

Exit mobile version