Site icon দৈনিক এই বাংলা

অ্যাডভোকেট সাইফুল হত্যা: গাইবান্ধায় আইনজীবীদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি :::

চট্টগ্রামে আদালত চত্বরে হামলায় সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে গাইবান্ধা জেলা বারের আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা বার ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএস আলমগীর, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবুসহ বারের আইনজীবীরা।

বিক্ষোভ সমাবেশে আইনজীবীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আবিল হত্যার তীব্র প্রতিবাদ ও দ্রুত দোষিদের গ্রেফতার করার দাবি জানান। সেই সঙ্গে দোষিদের দ্রুত বিচারের মাধ্যমে ৯০ দিনের মধ্যে সব্বোর্চ শাস্তি মৃতুদণ্ড কার্যকরের দাবি করেন।

Exit mobile version