Site icon দৈনিক এই বাংলা

বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি

দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লাখনির ১৫৮ কোটি টাকা দুর্নীতি মামলার তথ্য প্রমাণ উপস্থাপন করতে না পারায় ১৮ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার ঢাকা মহানগর দায়রা জজ মো: আবু তাহেরের আদালত এ আদেশ দেয়।

বিএনপির সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেনকেও এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে শাহবাগ থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার ১৬ আসামির মধ্যে বিভিন্ন সময় মারা গেছেন নয়জন ও একজন পলাতক আছেন।
বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, এই মামলায় বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিকভাবে ফায়দা নেয়ার মামলাটি দায়ের করা হয়েছিল।
মামলা থেকে অব্যাহতি পেয়ে আলতাফ হোসেন চৌধুরী ও ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তাদের হয়রানি করেছে। শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য মিথ্যা মামলা ও গুম, খুন করেছে।সূত্র: বিবিসি

Exit mobile version