Site icon দৈনিক এই বাংলা

দুলারহাট প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। দুলারহাট প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা নব গঠিত কমিটির সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় দুলারহাট প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দুলারহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সাধারন সম্পাদক একে এম গিয়াস উদ্দিন (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মেজবাহ রবিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সৌরব,সদস্য একে এম মাহাতাবউদ্দিন মোঃ বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বস্তুনিষ্ঠ ও জন কল্যাণে সংবাদ প্রকাশ করতে হবে। দল মতের ঊর্ধ্বে থেকে প্রকৃত কলম যোদ্ধা হিসেবে নিজেকে নিয়োজিত রাখাই হবে একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব। যেকোনো সমস্যা কিংবা যেকোনো অপরাধ তুলে ধরবে লেখনীর মাধ্যমে।

পরিচিতি সভা সঞ্চালনা করেন দুলারহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জামাল উদ্দিন ও পবিত্র কুরআন তেলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান।

 

Exit mobile version