অনলাইন ডেক্স: পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখার শীর্ষ ঋণ খলোপি ব্যবসায়ী ও শেরপুর চম্বোর অব কমার্সের সাবকে সভাপতি মোঃ আশরাফুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার, ২০ নভম্বের ২০২৪, ব্যাংকের বকশীগঞ্জ শাখা এবং রকিভারি টীমের সহযোগতিায় সাজাপ্রাপ্ত এই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শেরপুর থানা পুলিশ। পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় জামালপুর অর্থ ঋণ আদালত সেলিমকে গ্রেপ্তারের আদেশ জারি করেন। এই ঋণ গ্রহীতাকে পূর্বেও এনআই অ্যাক্ট মামলার সাজার অধীনে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অর্থ প্রদান করার শর্তে দন্ড দিলে জামিনে বেরিয়ে আসেন তিনি। সুযোগ নেয়ার পরও তিনি ব্যাংকে কোনো অর্থ পরিশোধ করেন নি। তিয়াশা মিনি অটো রাইস মিল এর স্বত্বাধকিারী আশরাফুল আলম সেলিমের কাছে সুদে মূলে পদ্মা ব্যাংক পএিলসরি পাওনা প্রায় আটাশ কোটি টাকা।
পদ্মা ব্যাংকের বকশীগঞ্জ শাখার শীর্ষ ঋণ খলোপি সেলিম গ্রেপ্তার
