Site icon দৈনিক এই বাংলা

যুক্তরা‌জ্যে জন‌নেতা এম এ মালেকের নির্বাচনী মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি ।

সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আগামী নির্বাচনে সিলেট ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জন‌নেতা এম এ মালেক এর নির্বাচনী ও মতবিনিময় সভার আয়োজন করে “সাউথ সুরমা অ্যাসোসিয়েশন মিডল্যান্ড ইউকে” কভেন্টি অভিজ্যাত কমিউনিটি হলে ১৮ ন‌ভেম্বর ২০২৪, সোমবার দুপুর ১ ঘটিকার সময় অনু‌ষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাউথ সুরমা অ্যাসোসিয়েশনের সভাপতি জমিরুল ইসলাম সিরাজ, সঞ্চালনায়ঃ মেহরাব উদ্দীন। বক্তব্য রাখেন কয়েছ চৌধুরী, মোহাম্মদ মোস্তফা, স্পেন বিএনপির সাবেক সভাপতি পংকি তালুকদার, হীরা মিয়া, কে, আর জসিম, কাজী মনি, আতাউর রহমান, জমশেদ আলী, মোহাম্মদ আমিন, আশিক আলী, জমিউল ইসলাম জামিল, রাজা মিয়া, শামিমুর রহমান জামিল, শাহ মাহবুব, ইমাম উদ্দিন, আব্দুল আলিম ও কামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ

Exit mobile version