Site icon দৈনিক এই বাংলা

আওয়ামী লীগ বাতিলের সবচেয়ে সহজ মাধ্যম হলো নির্বাচন -খসরু

নিজস্ব প্রতিবেদক :::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে বাতিল করার সহজ মাধ্যম হলো নির্বাচন। সুষ্ঠু ও নিরেপক্ষ জাতীয় নির্বাচন আয়োজনই অন্তবর্তীকালীন  সরকারের প্রধান কাজ।

সোমবার (১১ নভেম্বর) বিকালে চট্টগ্রাম  ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা ও পেশাজীবী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে ‘বিজয়ী মেয়র, জনতার মেয়র’ শীর্ষক পর্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, পেশাজীবী নেতা ডা. শাহদাত হোসেন’কে সংবর্ধনা প্রদান করা হয়।

সম্মিলিত পেশাজীবি পরিষদের  সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী ও এ্যাব চট্টগ্রামের সভাপতি ইন্জিনিয়ার জানে আলম সেলিমের সঞ্চালনায়  আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।

Exit mobile version