Site icon দৈনিক এই বাংলা

সাবেক রাস্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে হানিফের শোক

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

এক শোক বার্তায় তিনি বলেন, দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বি. চৌধুরী বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। মুন্সিগঞ্জ-১ আসন থেকে তিনি পাঁচবার বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। মহামান্য রাষ্ট্রপতি ছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা হিসেবে দুই বার এবং বিরোধী দলের উপনেতা হিসেবে একবার দায়িত্ব পালন করেন। তাঁর এই চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় মাহবুবুল আলম হানিফ বলেন, তাঁর এই প্রয়াণে দেশ এক দেশপ্রেমিক, মেধাবী সন্তানকে হারালো। আমি মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

Exit mobile version