Site icon দৈনিক এই বাংলা

সাইন্স ল্যাবে বিস্ফোরণে তিনজনের মৃত্যু

::: নিজস্ব প্রতিবেদক :::

রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিকট বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে। ধানমন্ডি এলাকার বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর ওই তিনজন মারা গেছেন। তাঁদের নাম, পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি  নিশ্চিত করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচআর ও অ্যাডমিন বিভাগের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম জানান, বিস্ফোরণের ঘটনায় ৩ জন মারা গেছেন। তারা ৩ জনই পুরুষ। আর আহত প্রায় ৪০ থেকে ৪৫ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহত অন্তত ১৪ জন ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন  জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করে। কেউ বলছেন এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কী ঘটেছে, তা জানতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।’

বিস্ফোরণের সুত্রপাত সম্পর্কে কোন তথ্য জানাতে পারে নি ফায়ার সার্ভিস। ধারনা করা হচ্ছে, এসির গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের সৃস্টি হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহিতউদ্দিন খন্দকার বলেছেন, অগ্নিকাণ্ডে ১৪ জন দগ্ধ ও আহত হয়েছেন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিস্ফোরণের ঘটনার পর সায়েন্স ল্যাব মোড় থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

Exit mobile version