Site icon দৈনিক এই বাংলা

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

::: নাটোর প্রতিনিধি:::

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সিজার সরকার নিহত হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় উপজেলার জামতলী-বামিহাল সড়কের মৌগ্রাম এলাকায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল চালক সিজার (১৮) নিহত হন। সে সুকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের ভাতিজা এবং মৌগ্রামের রফিকুল ইসলামের পুত্র। নিহত সিজার বগুড়ার মাহি সাওয়ার অনার্স কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিজ বাড়ি থেকে বামিহাল বাজারে বাইক নিয়ে যাবার পথে সড়কে উঠতেই পিছন থেকে দ্রুত গতির নছিমন সজোরে ধাক্কা দেয়। এসময় নছিমনের সামনে ছিটকে পড়লে চাকায় পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে মারা যায়।

সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান সে আমার গ্রামের সন্তান। রফিকুলের একমাত্র ছেলে ছিলো। তার মৃত্যুর খবরে এলাকার মানুষ শোকাহত।

Exit mobile version