Site icon দৈনিক এই বাংলা

সিএসবি নিউজ সম্প্রচারে বাঁধা নেই -হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক :::

দেশের প্রথম সংবাদ ভিক্তিক টেলিভিশন চ্যানেল ‘সিএসবি নিউজ’ সম্প্রচারে আর কোন বাধা নেই। বেসরকারি সিএসবি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সিএসবি টিভির সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এর আগে, আদালতে বেসরকারি টেলিভিশন সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন চৌধুরীর ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী।

ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় সিএসবি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এরপর সিএসবির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।ওই রিটের শুনানি নিয়ে ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। রুলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচার ও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।পনের বছর পর সিএসবি টেলিভিশনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, এক এগারোর সেনা সমর্থিত সরকারের সময় বিএনপির  স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মালিকানাধীন এই টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিলো। পরবর্তীতে  চট্টগ্রাম ও সারাদেশের মানুষের কাছে তুমোল জনপ্রিয় রাজনীতিবিদ  সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধের বিতর্কিত রায়ের মধ্য দিয়ে ফাঁসি দেয়া হয়।

 

Exit mobile version