নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
উলিপুরে জমিজমাকে কেন্দ্র করে হত্যা মামলার মুল আসামীকে জয়পুরহাট থেকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,,কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের নয়াচরে জমিজমাকে কেন্দ্র করে মারামারি ও এতদসংক্রান্তে হত্যা মামলার মুল আসামী সুলতান (২৫) ও শফিকুল(৩২) কে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে কুড়িগ্রামের উলিপুর নামাজের চর তদন্তকেন্দ্রের এসআই শামীম মন্ডলের নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম গ্রেফতার করেছে।
এজাহারনামীয় মুল আসামী শফিকুল ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।
গত জুনমাসে উলিপুর থানাধীন বেগমগঞ্জ ইউনিয়নের চরে জমিজমা নিয়ে, মারামারি ও মৃত্যুর ঘটনায় নিহত মক্তব আলী (৫০) এর ছেলে মোখলেসুর রহমান বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ১৮, তারিখ ১০/৬/২৪, ধারা -১৪৩,৪৪৭, ৩২৩, ৩০২, ৩৪ পেনাল কোড।
দীর্ঘদিন ধরে তদন্ত ও প্রযুক্তিগত সহায়তায় উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় নামজের চর তদন্ত কেন্দ্রের পুলিশ।