Site icon দৈনিক এই বাংলা

কটিয়াদীতে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনকে গণসংবর্ধনা

মোঃ মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ  প্রতিনিধি ::

কিশোরগঞ্জের কটিয়াদীতে মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির  ৪নং ওয়ার্ডের আয়োজনে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ধনকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির  ৪নং ওয়ার্ডের সভাপতি মোকাররম হোসেন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সহ সভাপতি এডঃ ওমর জাকির বাবুল, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ,মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল হাছান,সহ সভাপতি লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম ভুঁইয়া কাজল,আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক খাইকুল ইসলাম লিটন ও মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির  ৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ।

এসময় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা ও এলাকাবাসী কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনকে কাঁচা ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সর্বস্তরের জনগণকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Exit mobile version