Site icon দৈনিক এই বাংলা

পাহাড়ি নারী ধর্ষণের ঘটনায় ধর্ষকদের শাস্তি দাবি, ডিসি অফিস ঘেরাও

বিপ্লব তালুকদার , খাগড়াছড়ি :::

পরে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পুলিশ সুপার মুক্তা ধর ধর্ষকদের গ্রেফতার ও ভিকটিমকে সহায়তায় আশ্বাস দেওয়ায় শিক্ষার্থীরা ফিরে আসেন।

পরে শহরের চেঙ্গী স্কোয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- হিতার্থ চাকমা, সুকন চাকমা, তোশিতা চাকমা প্রমুখ।

বক্তারা প্রশাসনকে ধর্ষকদের গ্রেফতারে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

উল্লেখ, ২২ আগস্ট জেলার রামগড়ের পাতাছড়ায় এক পাহাড়ি গণধর্ষণের শিকার হন। পরে ২৫ আগস্ট নির্যাতিতা নারী বাদী হয়ে মামলা দায়ের করলেও এখনো কেউ আটক হয়নি।

Exit mobile version