Site icon দৈনিক এই বাংলা

সাবেক মেয়রের বাড়ির পুকুর থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাবেক মেয়র তাকজিল খলিফা কাজলের বাড়ির পুকুর থেকে অর্ধগলিত এ মরদেহটি উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

স্থানীয়দের বরাত পুলিশ জানায়, সকালের দিকে এলাকার বাসিন্দারা বাতাসে দুর্গন্ধ পান। অনেক খোঁজাখুঁজির পর শহরের রাধানগর রাণীর দিঘির পশ্চিম পাড়ে সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের বাড়ির পুকুরে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. সোহেল রানা। তিনি জানান, লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

Exit mobile version