Site icon দৈনিক এই বাংলা

আনোয়ারায় ইউপি চেয়ারম্যানকে বিক্ষুব্ধ জনতার মারধর

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. নোয়াব আলীকে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রবিবার (১৮ আগষ্ট) সাড়ে দশটার দিকে ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের মাঠে এ মারধরের ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২০২২ সালের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈরাগ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়। এদিকে গত ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরে সারাদেশের মতো আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও চেয়ারম্যানরা আত্মগোপনে ছিলেন। এর মধ্যে আজ সকালে বৈরাগ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নোয়াব আলী পরিষদে গেলে দুর্বৃত্তরা তেড়ে আসে । একপর্যায়ে চেয়ারম্যানকে মারধর করেন তারা। এসময় চেয়ারম্যান নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে একটি ভবনে উঠে যায়। পরে তাঁকে স্থানীয় কয়েকজন উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এদিকে, বৈরাগ ইউনিয়নে হামলার পর চাতরী, আনোয়ারা সদরসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদে তালা লাগিয়ে দেওয়া হয়।

মারধরের শিকার বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী বলেন , আমি পরিষদ থেকে বের হয়ে সিইউএফএল সেনা ক্যাম্পে একটি মিটিং এ যাচ্ছিলাম। এসময় কয়েকজন আমার উপর হামলা করে। তাদের মুখ চিনি তবে নাম জানিনা।

Exit mobile version