নিজস্ব প্রতিবেদক :::
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে নগদ তিন কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে তার বাসায় অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সুত্রমতে, অভিযানের আগেই বিপুল টাকা কে বা কারা সরিয়ে নিয়েছে বলে জানা গেছে।