Site icon দৈনিক এই বাংলা

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি :::

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুনের সম্মানে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (৯ জুলাই)  মঙ্গলবার নর্থ লন্ডনের একটি অ‌ভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময়  সভায় সভাপতিত্ব করেন আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, সঞ্চালনায় ক‌রেন যুগ্ম আহবায়ক হেলেন ইসলাম।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী, বাংলা‌দে‌শে জন‌প্রিয় ফোক ও আধ্যাত্মিক গা‌নের সংগীতশিল্পী শিরিন জাওয়াদ, ক্যামডেন সি‌টির সাবেক মেয়র নাসিম আলী ও‌বিই, গয়াছ মিয়া গিয়াস, লিনা চৌধুরী, নাছির উদ্দিন, ডা. পলিন আক্তার না‌র্গিস, মোঃ মাসুদুর রহমান, জেসমিন ফেরদৌস, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মর্জিনা মজুমদার, হাফসা ইসলাম, মোস্তফা সামাদ, কামরুল আই রাসেল, মিয়াদ আহমেদ সহ প্রমুখ।

সংবর্ধিত অতিথি নাসরিন আক্তার নিপুন তার বক্তব্যে বলেন,  সিলেটের মাটির সাথে যেমন চট্টগ্রামের মাটির রয়েছে আধ্যাত্মিক একটি মিল, তেমনি এদুটি অঞ্চলের মানুষের মাঝেও রয়েছে মনের মিল, তেমনি প্রবাসেও আন্তরিকতায় অসীম মিল র‌য়ে‌ছে।

সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সকল কার্যক্রমে থাকবে তার আন্তরিক সহযোগিতা থাকবে বলে জানান নাসরিন।

Exit mobile version