Site icon দৈনিক এই বাংলা

নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের অর্ধ যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আল আমিন, নাটোর প্রতিনিধি :-

নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের অর্ধ যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রাত আটটায় প্রেসক্লাবের হলরুমে এই অনুষ্টানের আয়োজন করা হয়।

ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস.এম কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু নাছের ভূঁঞা,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাছুদুর রহমান।

অনুষ্টানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন। সেই সাথে নাটোরকে অপরাধ মুক্ত রাখতে এবং রাজস্বিক নাটোরের উন্নয়ন ও সম্ভাবনা দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য সাংবাদিকদের আহব্বান জানান। তাঁরা ইউনাইটেড প্রেস ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন। আলোচনা শেষে কেক কেটে প্রেসক্লাবের অর্ধ যুগে পদার্পণের শুভ সূচনা করা হয়।

এ সময় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version