Site icon দৈনিক এই বাংলা

বাসায় মেডিকেল বোর্ডের তত্বাবধানে থাকবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পাশাপাশি মেডিকেল বোর্ডের সদস্যরা প্রতিদিনই পর্যায়ক্রমে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের (ফিরোজা) সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, গত রোববার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর বেগম খালেদা জিয়ার হার্টে পার্মানেন্ট পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয়। পেসমেকার লাগানোর পর আল্লাহর অশেষ মেহেরবানি, দেশবাসীর দোয়ায় তিনি মানসিকভাবে সবল ও সুস্থ আছেন। কিন্তু শারীরিকভাবে তিনি অত্যন্ত অসুস্থ। তার হার্টে তিনটি ব্লক ছিল। দুটিতে মাত্র রিং পরানো হয়েছে। তৃতীয়টা যেকোনো সময় বিপদের আশঙ্কা তৈরি করতে পারে। তার লিভারে সমস্যা রয়েছে। কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টের কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না, সুযোগ দেওয়া হচ্ছে না।

Exit mobile version