ঝালকাঠি প্রতিনিধি :
‘রাষ্ট্র হবে জনতার’— এই অঙ্গীকার নিয়ে ঝালকাঠি-২ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এবি পার্টি। মঙ্গলবার (৫ নভেম্বর) শহরের বিভিন্ন এলাকায় এসব কর্মসূচিতে অংশ নেন আসনের এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা এবি পার্টির আহ্বায়ক মো. জামাল হোসেন হাওলাদার, সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বশির, এবি শ্রমিক পার্টির আহ্বায়ক শেখ মিজানুর রহমান, সদস্য সচিব মো. জাহাঙ্গীর হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে শেখ জামাল হোসেন বলেন, “নতুন প্রজন্মের ভোট হোক নতুন প্রতীক ‘ঈগল’-এর পক্ষে। সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনই এবি পার্টির প্রধান লক্ষ্য।” তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এলাকাবাসীর প্রতি।
এ সময় তিনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ঝালকাঠি-২ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান এবং ইলেন ভুট্টোকে স্বাগত জানান।
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশ নিতে চাই। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে জনগণের রায়ই হবে আমাদের মূল শক্তি। জনগণ যাকে নির্বাচিত করবে, আমরা সেটিকে শ্রদ্ধার সঙ্গে মেনে নেব।”
এই বাংলা/এমএস
টপিক
