Site icon দৈনিক এই বাংলা

নাগেশ্বরীতে ১০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০৮ জুন ২০২৪ রাত আনুমানিক ০৭:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের আজমাতা এলাকার মাদক কারবারি মোঃ হাবিবর রহমান (৫৩) এর নিজ বসতবাড়ি থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে,আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Exit mobile version