Site icon দৈনিক এই বাংলা

নানা আয়োজনে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আল আমিন,নাটোর প্রতিনিধি:-

“করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এই উপলক্ষে আজ ৫ জুন বুধবার সকাল ১০ টায় পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও কালেক্টার ভবনের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতি আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আলোচনা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version